মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪১

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১ হাজার পাঁচ পিচ ইয়াবাসহ ফরিদপুরে রবিন আহম্মেদ সোহেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। এ সময় আটককৃতের কাছে থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৩ হাজার টাকা জব্দ করা হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদরের বদরপুর এলাকার মাগুরা-ফরিদপুর মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সোহেল নরসিংদীর শিবপুরের ভাল্লাকান্দা গ্রামের ইব্রাহিম আহম্মেদের ছেলে।
ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার জনাব, তালুকদার নাজমুস সাকিব জানান, আটককৃত সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাগুরা-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।