বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৭

পেঁয়াজের দাম মণে কমল ১০০ টাকা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিমণ পেঁয়াজ দামে কমেছে ৫০ থেকে ১০০ টাকা এক দিনের ব্যবধানে নাটোরে। বীজের পেঁয়াজ ওঠার আগ মুহূর্তে দাম কমায় ব্যবসায়ীদের ষড়যন্ত্র বলে দাবি কৃষকদের। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমেছে। রোজায় নতুন পেঁয়াজের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন আড়তদাররা।
নাটোর জেলার বৃহত্তম পেঁয়াজের হাটে শনিবার (০৬ মার্চ) সকাল থেকে বিপুল পরিমাণ কন্দ পেঁয়াজ সরবরাহ হয়। শুক্রবারও জেলার বিভিন্ন পাইকারী হাট বাজারে প্রতিমণ পেঁয়াজ ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। তবে শনিবার সকালে নলডাঙ্গা হাটে মণে ৫০ থেকে ১০০ টাকা কমে যায়।
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নাটোর জেলায় চারা জাতের পেঁয়াজ ওঠা শুরু হবে। তার আগে ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজের দাম কমছে বলে অভিযোগ কৃষকদের। এ বছর বীজ ও চারার দাম বেশি থাকলেও উৎপাদন ভালো হয়েছে। তাই এবার চারা জাতের পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতিমণ পেঁয়াজের দাম কমপক্ষে ১ হাজার টাকা চান কৃষকরা।
কৃষকরা জানান, গতকাল থেকে আজকে প্রতি মণে ১০০ টাকা কম। এটা ব্যবসায়ীদের ষড়যন্ত্র। যাতে কৃষক নায্যমূল্য না পায়।
নলডাঙ্গায় প্রতিহাটে ২ থেকে আড়াই হাজার মণ পেঁয়াজ সরবরাহ হলেও শনিবার সরবরাহ হয়েছে সাড়ে ৩ হাজার মণ পেঁয়াজ। অতিরিক্ত সরবরাহ হওয়ায় দাম কমলেও সামনে রোজা থাকায় পেঁয়াজের দাম বাড়বে বলে জানিয়েছেন আড়তদাররা।
শরীফুর ইসলাম নামে এক আড়তদার জানান, হাটে অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। এজন্য দাম কমে গেছে। তবে, সামনে রোজায় থাকায় পেঁয়াজের দাম বাড়বে।
চলতি বছর নাটোরে পেঁয়াজ আবাদ হয়েছে ৪ হাজার ৮০১ হেক্টর জমিতে।