ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ শনিবার (১২মার্চ) সকালে সাকুয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সুনই গ্রামের আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে ডিম ব্যবসায়ী তরিকুল (৩৫) ও পিকআপের চালক। তাৎক্ষনিকভাবে চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহত ব্যবসায়ীর সহযোগী হাইদুলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায় ও সিমেন্টবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।