বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:২৮

৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফলে ৪ কেজি গাঁজাসহ আরিফ গাজী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আরিফ গাজী উপজেলার কেশবপুর ইউপির কমলাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার গাজীর ছেলে।
জানা গেছে, সোমবার ভোরে কালিশুরী আরআরএফ পুলিশ ফাড়ি ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কালিশুরী-ধুলিয়া খালের উপর নির্মিত ব্রিজের উপর থেকে আরিফ গাজীকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি জনাব, আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকৃত আরিফের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। “এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”