ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারি সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ছাত্র লীগের উদ্যোগে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি আনন্দ র্যালী করে। র্যালীটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা ছাত্র লীগের সভাপতি চয়ন কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহান এর সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন শফি,চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, ফুলসূতী ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, কাউন্সিল জাকির হোসেন জাকারিয়া প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”