ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হেমায়েত হোসেন হিমু নামে এক ব্যক্তির বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। হিমু মোবাইল ব্যাংকিং নগদের ব্যবস্থাপক আর এই ঘটনা ফরিদপুরের বোয়ালমারীতে।
শনিবার মধ্যরাতে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়।
হেমায়েত হোসেন হিমু জানান, শনিবার দিবাগত রাত আাড়াইটার দিকে ৬/৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে গেট এবং বারান্দার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।
ঘরে ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের দেশী অস্ত্রের মুখে রেখে আলমারিতে থাকা মোবাইল ব্যাংকিং নগদের ৪ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা, ঘর ভাড়ার ২৭ হাজার, মসজিদের এসি কেনার ৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় হিমায়েত হোসেন হিমুকে অস্ত্রধারী ডাকাত দল মারধর করে।
ডাকাতির খবর পেয়ে রোববার সকালে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ নুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।