শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান বরিশাল আগমন উপলক্ষ্যে ফুলের শুভেচ্ছা দিয়েছেন সাংবাদিকবৃন্দরা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব, খন্দকার অছিফুর রহমান ও মহাসচিব জনাব, সুমন সরদার বরিশাল আগমন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যতে জনাব, খন্দকার অছিফুর রহমান বলেছেন আমাদের এই সংগঠন শুধু সারাদেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে। আপনারা গণমাধ্যমে দেখেছেন সারাদেশে সাংবাদিকরা সত্য নিউজ সংগ্রহ করতে গিয়ে প্রায় জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। আমরা কেন নির্যাতনের শিকার হচ্ছি, সেটার একমাএ কারণ হল আমরা ঐক্যবদ্ধ নই। আমরা বরিশালে এসেছি আমাদের যারা কেন্দ্রীয় কমিটির নেএিবৃন্দ আছেন তাদের সম্মিলিতভাবে বরিশালে এক ঝাক তরুন সাংবাদিকদের নিয়ে একটি সুন্দর স্বচ্ছল কমিটি উপহার দিতে চাই। আপনারা যারা সাংবাদিকরা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তাহলে দেখবেন আর কোন সাংবাদিকরা নির্যাতনের শিকার হবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াই। আলোচনা সভা শেষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জামাল কাড়াল ও ডেইলি ক্রাইম বার্তা পএিকার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি এবং সভায় আরও উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকবৃন্দরা।