ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মক্কা ও মদিনায় ওমরাহ যাত্রীদের সেবাপ্রদানকারী সব কর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদির পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সৌদির গেজেটের প্রতিবেদনে জানা যায়, ওমরাহ ও হজ বিষয়ক সেবাপ্রদানকারী, মক্কা ও মদিনায় বেচাকেনা করেন এমন সবাইকে করোনা টিকা নিতে হবে। তাছাড়া পবিত্র দুই মসজিদের সব কর্মচারীসহ সবাইকে রমজানের প্রথম দিনের মধ্যেই করোনা টিকা গ্রহণ করতে হবে। আগামী ১৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
বিবৃতিতে আরো জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা নিতে না পারলে তাদেরকে নিয়োগকর্তার খরচে প্রতি সপ্তাহে করোনা নেগেটিভ হওয়ার রেজাল্ট দেখাতে হবে।
করোনা মহামারি সংক্রমণরোধে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সবার জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়।
সূত্র : সৌদি গেজেট