শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

কিশোর গাং এর অত‍্যাচার দিন-দিন বেড়েই চলছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোঃ আসাদ হাওলাদার (বয়স-১৮) বরিশাল বিভাগের অমৃত লাল দে মহাবিদ্যালয় একাদশ শ্রেনিতে পড়ুয়া ছাত্র। ০২/১০/২০ শুক্রবার বিকাল ৪ঃ৩০ মিনিটের সময় মোঃ আসাদ হাওলাদার ঝালকাঠি জেলার বিসিক শিল্প নগরির কাশবন দেখতে যায় এবং যাওয়ার সময় পথ রোধ করে কিশোর গাং এর দল ১/রাব্বি(১৮) ২/তাহমিদ ওরফে লিমন(২০) ৩/ আশিক(২০) ৪/ কামরুল(১৯) ৫/রাসেল(১৮) আরো অজ্ঞাত ৭/৮ জন লাঠী, রড,স্টিলের রেইনজ ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে মাথায় আঘাত করলে আসাদ অজ্ঞান হয়ে পড়ে যায়। আসাদের সাথে থাকা তিন বন্ধু কে বেদড়ক মারধর করে। পড়ে আসাদকে ঝালকাঠি সদড় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার অবস্থা খারাপ দেখলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে ই বাংলা কলেজ হসপিটালে রেফার করে। সে এখন বর্তমানে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে। এই কিশোর গাং এর উৎপাতে ঝালকাঠি বাসি অতিষ্ঠ। এদের বিরুদ্ধে নলছিটি থানায় আসাদের মা বাদী হয়ে একটি মামলা করেন।