বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০৫

নৌযান চলাচল সারাদেশে বন্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নেওয়ায় আজ শুক্রবার (১৭ নভেম্বর) এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে দুপুর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রপ্রান্ত উপকূল অতিক্রম শুরুর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। একই সময় উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কাও জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব, ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় দেশের ১১ জেলার ওপর দিয়ে যেতে পারে। এসব জেলাগুল হলো, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম।