বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৪১

তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল বুধবার বেশ কিছু এলাকা থেকে কমে এসেছে দেশজুড়ে চলা মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যেও ছয় জেলায় বইছিল তীব্র তাপপ্রবাহ। ৩৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছিল।
১১ বছরের মধ্যে জুন মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও হয়েছে গতকাল। তবে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের সব বিভাগেই কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ সময় দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর এলাকাগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।