ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশে লঘুচাপ না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর বিদায় ক্ষণে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বাতাসের গতি-প্রকৃতির পরিবর্তনের কারণে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেড়ে যায়। পশ্চিমের বাতাসে ঠাণ্ডা আর্দ্রতা এবং পূবের বাতাসে গরম আর্দ্রতা মিশে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই মৌসুমি বায়ু বিদায় নেয়।