ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমতে শুরু করেছে দেশে বৃষ্টিপাত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল শুক্রবার দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও দেশের প্রায় সব বিভাগই ছিল বৃষ্টিশূন্য। আবহাওয়াবিদদের মতে, চলতি মাসে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে।
আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ কবির জানান, বাংলাদেশের ওপর লঘুচাপের প্রভাব না থাকায় বৃষ্টি কমে এসেছে। এ ছাড়া দেশের ওপর থেকে মৌসুমি বায়ুর প্রভাবও কমে এসেছে। চলতি মাসেই মৌসুমি বায়ুর প্রভাব কেটে যেতে পারে। এতে এ মাসে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তবে মাঝেমধ্যে বৃষ্টির প্রবণতা বাড়লেও বর্ষাকালের মতো বৃষ্টির সম্ভাবনা নেই।