শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:২৭

বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টিপাতের হার সারা দেশে স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা। তবে আজ শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হলেও অন্যান্য জেলা ছিল প্রায় বৃষ্টিশূন্য।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এই প্রবণতা আগামী কয়েক দিন বজায় থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫১ থেকে ৭৫ শতাংশ স্থানে এবং দেশের বাকি পাঁচ বিভাগে ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে এই বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণেই তাপমাত্রা কিছুটা কমে আসবে, বিশেষ করে দিনের তাপমাত্রা অনেকটাই কমতে পারে।