রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৪২

ভারি বৃষ্টিপাত হতে পারে জুন থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুন মাসে দেশে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং দেশে ধীরে ধীরে এগিয়ে আসছে মৌসুমি বায়ু। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হওয়ার আশঙ্কা আছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, মৌসুমি বায়ু আগামী ১০ জুনের মধ্যে দেশের বেশির ভাগ জায়গায় প্রবেশ করতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আর রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু স্থানে বৃষ্টি অব্যাহত আছে।