শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১২

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আজ শনিবার ও আগামীকাল রবিবার দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এই সময় টানা বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলে নির্দিষ্ট কিছু এলাকায় হবে।