মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

মোংলা বন্দরে বৃষ্টিপাতের কারণে জাহাজে মালামাল উঠানামার কাজ ব্যহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা তিনদিন ধরে ‍বৃষ্টিপাত হচ্ছে ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে জাহাজে মালামাল উঠানামার কাজ ব্যহত হচ্ছে।
বাগেরহাটের সুন্দরবনের বিভিন্ন এলাকায় দুই থেকে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। জেলায় পাকা আমন ধান ও শীতকালিন সবজীর ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।
রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বাগেরহাটে গড়ে ১৯ দশমিক ৪ মিলি মিটার বৃষ্টিপাত রের্কড করেছে কৃষি বিভাগ।