মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:২৭

বজ্রপাতে তিনজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে একই পরিবারের তিন রোহিঙ্গা আহত হয়েছে কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের সৈয়দুল ইসলামের মেয়ে সাজেদা বেগম (১৬), মাজেদা বেগম (১৪) ও মো. হারেসের স্ত্রী পরমিনা (২০)। আহতদের ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত মাজেদা ও সাজেদার বাবা সৈয়দুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতের বিকট শব্দে আমার দুই মেয়েসহ তিনজন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।