ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্যালিকার বিয়ের আলোচনায় আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভে হবু বরকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে আর এই ঘটনা হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামে। ঘটনার পরই আব্দুল কাদির উজ্জ্বলকে আটক করে পুলিশ।
নিহত যুবকের নাম সজিব মিয়া। তিনি ময়মনসিংহ জেলার বড়ইকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে। আটক কাদির আহমেদ উজ্জ্বল হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, উজ্জ্বলের শ্যালিকার সঙ্গে সজিব নামে এক যুবকের বিয়ে হওয়ার কথা চলছিল। এ নিয়ে মঙ্গলবার শৈলজুড়া গ্রামে উজ্জ্বলের শ্বশুরবাড়িতে আলোচনায় বসেন বাড়ির সদস্যরা। এ আলোচনায় আসার জন্য কাদিরকে শ্বশুরবাড়ি থেকে আমন্ত্রণ না করায় তিনি ক্ষুব্ধ হন। এর জেরেই শৈলজুড়া গ্রামে এসে পাত্র সজিবকে ছুরিকাঘাত করেন উজ্জ্বল। এতে সজিব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওইদিন রাতেই পুলিশ উজ্জ্বলকে আটক করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাসুক আলী বলেন, শ্বশুরবাড়িতে শ্যালিকার বিয়ের আলোচনায় আমন্ত্রণ না পাওয়ার ক্ষোভেই সজিবকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পরে উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।