ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আমফানের মতো। ২৩ থেকে ২৫ শে মে’র মধ্যে এটি আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। খবর জিনিউজের।
এই সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে যশ। শক্তি সঞ্চয় করে আমফানের মতো আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।
গত বছর মে মাসে তাণ্ডব চালিয়েছিল আমফান।
মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড় ‘যশের’ অভিমুখ রয়েছে সুন্দরবনের দিকে। তারপর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। যার জেরে ক্রমশ বাড়ছে ক্রমশ ভ্যাপসা গরম। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আগামী দিনে তা আরও বাড়তে চলেছে।