মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:০১

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার থেকে লকডাউন চলছে করোনার ঊর্ধ্বগতির কারণে। এ অবস্থায় আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবাসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী, স্টোরকিপার, ডাটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারীর শূন্যপদে জনবল নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্যকরণে স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ ও সূচি পরে জানানো হবে।