মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৩১

দু’জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আর এই ঘটনা কিশোরগঞ্জের কটিয়াদীতে। শনিবার সন্ধ্যার পর মাত্র দুই ঘণ্টার ব্যাবধানে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া ও মধ্যপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারিপাড়া গ্রামের অমূল্য পালের স্ত্রী নিশা রানী পাল(৮৫) ও মধ্যপাড়া গ্রামের ইসলাইলের ছেলে মামুন(১৬)।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে চারিপাড়া মৎস্য খামারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা নিশা রানী। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিলে তার মৃত্যু হয়।
এর দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে মধ্যপাড়া বাজারের কাছে সাইকেল আরোহী মামুনকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি অজ্ঞাত যানবাহন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।