ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশু মারা গেছে আর এই ঘটনা রংপুরের পীরগাছায়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহসান হাবিব নামে হতভাগ্য শিশুটির বাবার নাম আখেরুজ্জামান।
পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শিশুটির মা এক ফেরিওয়ালার কাছ থেকে ছোলা কিনে শিশুটিসহ খাচ্ছিলেন। একসময় শিশুটির শ্বাসনালিতে ছোলা আটকে গেলে দ্রুত রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, শিশুটিকে নিয়ে মেডিকেলে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।