ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ায়।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জনাব, ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া রোহিঙ্গারা ওই মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডে মার্কেটটির বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
নিহতরা হলেন- আনছার উল্লাহ (২০), ফরিদুল ইসলাম (২৫) ও আয়াছ (২২)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারের মার্কেটে আড়াইটার দিকে আগুন লাগে। ভোররাত সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।