শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২১

অপহরণের ১০ ঘন্টা পর শিশু উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাজী আব্দুল আজিজ ওরফে ফারহান (৪) নামে এক শিশুকে অপহরণের ১০ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোররাতে শহরের আনন্দধাম এলাকার কথিত এক কবিরাজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অপহৃত শিশুর চাচা কাজী সুমনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। অপহৃত ফারহান আলমডাঙ্গা কলেজপাড়ার বাসিন্দা দন্তচিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি জনাব, আলমগীর কবির জানান, বুধবার (৩১ মার্চ) বিকাল ৫টার দিকে বাড়ির প্রধান ফটকে খেলা করার সময় অপহৃত হয় শিশু ফারহান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির পিতা কাজী সজীবের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন দেয় অপহরণকারীরা।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে জানানোর পরই অভিযানে নামে আলমডাঙ্গা থানা পুলিশ। রাতভর অভিযান শেষে ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।