শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:২৯

মানববন্ধন বদলির আদেশ প্রত্যাহার দাবিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো. খবিরুল আহসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পূর্বধলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়াইব হোসেন, আবদুল মান্নান, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান কবির পাপ্পু, জাগরণ ক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি ফাত্তাহ তালহা, হাটধলা অনির্বাণ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন মনি, সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আলামিন, পূর্বধলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, বাট্টা ব্রাদার্স ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান খানসহ আরও অনেকে।