ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল ঝালকাঠির নলছিটিতে মব কালচার বন্ধের দাবিতে নলছিটি উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে শিক্ষার্থীদের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নলছিটি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্থ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা মব জাস্টিস বা উত্তাল জনতার বিচার প্রক্রিয়া বন্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মব জাস্টিসের সংস্কৃতি চিরতরে বন্ধ করা সম্ভব।
মানববন্ধনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, মব জাস্টিস সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি আইনের শাসনকে অস্বীকার করে এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। ছাত্র জনতার নতুন সরকারকে বিপদে ফেলতে একদল দুষ্কৃতিকারী এগুলো শুরু করেছে। আমাদের সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচারের জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করা। আমাদের প্রাণপ্রিয় নলছিটিত শহরে যেন এমন কোন দুর্ঘটনা না ঘটে এজন্য সকলকে সচেতন থাকতে সকলকে উদাত্ত আহ্বান জানাই।
অন্য বক্তা মেহেরাব হোসেন রিফাত বলেন, যেকোনো অপরাধের বিচার রাষ্ট্রের দায়িত্ব, কোনো ব্যক্তির হাতে এই ক্ষমতা থাকা উচিত নয়। মব কালচার একটি অন্ধকার যুগের চিহ্ন যা আমাদের দেশ থেকে মুছে ফেলতে হবে।
এই মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদী কণ্ঠস্বরের মাধ্যমে ন্যায়বিচারের জন্য আইনি প্রক্রিয়ার অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ইউএনও মহোদয়ের সাথে এ বিষয় তুলে ধরে নলছিটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিষয় মতবিনিময় করেন।