ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে পাবনায়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে। শনিবার (১১ নভেম্বর) পাবনা শহরের ঘোড়াস্ট্যান্ডে বিভিন্ন সংগঠনের আয়োজনে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনসা সম্পাদক মাহবুব আলম, অধ্যাপক মাহাতাব আলীসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।
তাদের হামলায় প্রাণ হারাচ্ছে শিশুরা। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের হামলা বন্ধের দাবি জানান বক্তারা।