শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৩

কারেন্ট জাল জব্দ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের গৌরনদী আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ শিকার করার সময় অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারহাট এলাকা থেকে ৫০০ মিটার কারেন্ট জাল নদী থেকে জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা মৎস্য অফিসার আবুল বাসার,এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানাার সরিকল তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেন সাংবাদিক মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন, গৌরনদী উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর মোঃ নুরআলম সহ সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কনেস্টেবলরা। সকালে জব্দকৃত কারেন্ট জাল সাধারণ জনগণের উপস্থিততে আগুনে পুড়ানো হয়। এসময় মৎস্য অফিসার সর্বসাধারণ এর উদ্দেশ্যে মা ইলিশ রক্ষায় ব্যাপক জনসচেতনতামুলক প্রচারণা চালায়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”