শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২৬

এক ব্যবসায়ী নিহত হয়েছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী মো. মোশারফ হোসেন (৪৫) নিহত হয়েছেন আর এই ঘটনা রাজধানীর যাত্রাবাড়ীতে সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায়। আজ রবিবার ভোর পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানায় অবগত করা হয়েছে।