বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪৭

হত্যা মামলায় মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলী আকবর হত্যা মামলার লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীতে ৫ আসামির মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জনাব, জসিম উদ্দিন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর উপজেলায় চরবংশী ইউনিয়নের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে আলী আকবর কারি (৮৫) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। নিহত আলী আকবর কারি চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে। ঘটনায় নিহতের মেয়ে আমেনা আক্তার বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।