ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত পা বাঁধা অবস্থায় হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রাজনা বগম (২০)। তিনি উপজেলার সদর ইউনিয়নর বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে জাকারিয়ার (২৩) স্ত্রী এবং একই উপজেলার পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আ. রহিমের মেয়ে। ঘটনার পর থেকে জাকারিয়া পলাতক রয়েছেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে রাজনা বেগমের সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়। কিছু দিন ধরে জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ভাড়া বাসার মালিক সাহেব আলী চৌধুরী জানান, এক সপ্তাহ আগে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে তার বাসায় ওঠেন। এর ভিতরে কখনও তাদের মধ্যে ঝগড়া বিবাদের কথা তিনি শুনেন নাই।
নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া জানান, কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না।
নবীগঞ্জ থানার ওসি জনাব, ডালিম আহমদ জানান, হাত পা বাঁধা ও গলা কাটা অবস্থায় রাজনার মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। রাজনার স্বামীকে ঘটনাস্থলে না পেয়ে সন্দেহ করা হচ্ছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের পর মঙ্গলবার রাজনা বেগমের মরদেহ পশ্চিম তিমিরপুর গ্রামে দাফন করা হয়েছে।