ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন দিন আগে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আহত দুলাল হোসেন (৫৪) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত দুলাল উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়ার মৃত জেন্দার মোল্লার ছেলে।
এর আগে সোমবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে গোপীনাথপুর গ্রামে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুলালসহ উভয় পক্ষে বেশ কজন আহত হন। এদিকে, দুলালের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া থেকে নিহতের লাশ শাহজাদপুরে এসে পৌঁছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।