ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় কভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী জামাল (৬০) নামের এক ব্যক্তি নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে আর এই ঘটনা সিরাজগঞ্জের বেলকুচির সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহত জামাল উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মাড়মী গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে। এছাড়া দুর্ঘটনায় নারী শিশুসহ আরও ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কভার্ড ভ্যান ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।