শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

এক যুবকের মৃত্যু গাড়ির ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছেন তিনি রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে নিহত হয়েছেন, তার বয়স আনুমানিক ২০ বছর। শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। নিহত যুবকের পরনে লাল টি-শার্ট ও হালকা খয়েরি চেক ফুল প্যান্ট ছিল। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।