রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩২

এক শ্রমিকের মৃত্যু ভবন থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুবেল মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে রাজধানীর রায়েরবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত রুবেল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিধীরপুর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে।
রুবেলের সহকর্মী আব্দুর রহিম জানান, সোমবার সকাল ১০টার দিকে রায়েরবাগ যমুনা ব্যাংকের বিপরীতে একটি ১০ তলা ভবনের অষ্টম তলার বাইরের পাশে মাচা বেঁধে দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন রুবেল এবং সে সময় মাচা ভেঙে তিনি নিচে পড়ে যান। রুবেল ঘটনাস্থলেই মারা যান।
কদমতলী থানার ওসি জনাব, প্রলয় কুমার সাহা জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ মামলা না করায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।