ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেলের সংঘর্ষে মাদারীপুরের মঠেরবাজারে একজন নিহত হয়েছেন। সে শহরের বাগেরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বয়স হয়েছিল ৩০ বছর।
এসময় অপর মোটরসাইকেলের দুই আরোহী শহরের সবুজবাগ এলাকার আরব আলীর ছেলে রানা (৩০) ও একই এলাকার সোবহান শিকদারের ছেলে মুমিন (১৪) তাদেরও উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি জনাব, কামরুল ইসলাম মিঞা স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকার থেকে মোটরসাইকেল চালিয়ে আসার পথে বিপরীত দিক থেকে অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল বলেন, মোটরসাইকেলের দুর্ঘটনায় গুরুতর আহতদের সদর হাসপাতালে নিয়ে আসলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।