ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে রাজধানীর শেরেবাংলানগরের আসাদগেট এলাকায় আব্দুর রব (১৮) কে এবং আহত আব্দুর রব মারা গেছেন।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আব্দুর রব পেশায় পরিবহণ শ্রমিক। তার বাড়ি ভোলায়।
আব্দুর রবের বোন সুমি আক্তার জানান, তার বড় ভাই রানা মোহাম্মদপুরে থাকেন। আর আব্দুর রব সাভারের বইলাপুরে থেকে ব্রাদার্স পরিবহণের একটি গাড়িতে হেলপার হিসাবে কাজ করে। বৃহস্পতিবার বিকালে আব্দুর রব বড় ভাই রানার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সন্ধ্যায় আসাদগেট ফুটওভার ব্রিজের নিচে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ৫-৬ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় আব্দুর রব বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে, বাম পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে তার কাছে থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
শেরেবাংলানগর থানার এসআই মহেশ চন্দ্র সিং বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আসাদগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন আব্দুর রব।