মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২২

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন পঞ্চগড় সদর উপজেলায়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলা শহরের মিঠুপুকুর এলাকার মৃত কাচু ইসলামের ছেলে মমির উদ্দীন (৬৫) এবং মমির উদ্দীনের ছেলে রেজাউল করিম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মমির উদ্দীন এবং তার ছেলে রেজাউল মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। বোর্ডবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।