শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৬

ট্রলিচাপায় চালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাথরবোঝাই ট্রলির লোহার দণ্ড ভেঙে যাওয়ায় ট্রলিচাপায় মো. রাকিবুল প্যাদা (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চারিপাড়া বাজারে।
আজ বৃহস্পতিবার শেষ বিকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে পাথর সরবরাহ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।
নিহত রাকিব পার্শ্ববর্তী আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের জাহাঙ্গীর প্যাদার ছেলে। পরিবারের কোন অভিযোগ দায়ের না করলে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি জানিয়েছে কলাপাড়া থানা পুলিশ।