ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসুর ফরমান আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত কারণ টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে। সেই সাথে দশ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব, মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
দন্ডিত ব্যক্তি কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে ফরমান আলী।