শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬

পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সব্বির শেখ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে পিকআপের মুখোমুখি সংঘর্ষে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে ভৈরব সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত আনুমানিক সাড়ে ৮টার সময় খুলনা গাজী মেডিক্যাল কলেজ প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের সবজি বিক্রেতা হান্নান শেখের ছেলে। তিনি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ভৈরব সেতুর মাঝামাঝি স্থানে দ্রুতগামী পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিয়া রহমান হিয়া জানান, সন্ধ্যার পর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বির শেখ নামে এক যুবককে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার জানান, খুলনা মেডিক্যালে নেওয়ার পথে সাব্বির মারাত্মক অসুস্থ হয়ে পড়লে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত আনুমানিক সাড়ে ৮টার সময় সাব্বিরকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পিকআপটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে এবং মামলা প্রক্রিয়াধীন।