ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের রপ্তানিমুখী প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে আজ সকাল সোয়া ৬টার দিকে মিলের ইমারেশন প্ল্যান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় সূত্র।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্ল্যান থেকে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এতে মিলের মূল ১ নম্বর ইউনিটের মেশিন, মালামাল ও অফিসসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।