মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৪

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পাটগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায়।
বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান
এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকায় চিটাগাং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।