মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩

দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬), একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলে মানিক (২৫)। মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বিলে মাছ ধরতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে কালিহাতীতে আসেন ছয়জন। রাতে বিলের কাছে ট্রেনের লাইনে হাঁটতেছিলেন তারা। এ সময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সঙ্গে থাকা মৎস্য শিকারি চানু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে বাদল, মানিকসহ চারজন বিলের পাশের রেললাইনে হাঁটতেছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন এসে বাদলকে আর মানিককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।