ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুড়ি গ্রামের অটোরিকশা চালক বাহারুল ইসলামের ছেলে জিহাদ মিয়া (৫) ও একই গ্রামের ইটভাটার শ্রমিক হুমায়ুন কবিরের ছেলে মো. মোজাহিদ (৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে জিহাদ ও মোজাহিদ খেলা করছিলো। খেলতে গিয়ে সেখানে থাকা ডোবায় পড়ে যায়। পরে আত্মীরা খোঁজাখোজি করে না পেয়ে ডোবার কাছে এসে দেখে ওই দুই শিশুর দেহ পানিতে ভেসে আছে। পড়ে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।