ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে অটোরিকশা চালক মো. মোহন ওরফে সুজন (১৬) কে হত্যা করেছে দুর্বৃত্তরা আর এই ঘটনা লক্ষীপুরে। সোমবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের খালপাড় থেকে অটো চালকের ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
ছিনতাইকৃত অটোরিকশা ও মোহনের মোবাইল ফোন উদ্ধারে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে। মোহন সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে। অভাব অনটনের সংসারে বাবাকে সাহায্য করার জন্য ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালপাড়ে মোহনের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।