বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৮

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে বরযাত্রীবাহী একটি নোহা গাড়ির ধাক্কায় জগন্নাথপুরের তিন শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে আর এই ঘটনা সুনামগঞ্জের জেলার শান্তিগঞ্জে।
রবিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে পাগলা জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট সংলগ্ন সাচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলো, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের সতল দাসের ছেলে স্কুলছাত্র নিলয় দাস (৯), একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (১২) ও নিলু দাসের ছেলে প্রনব দাস (৮)।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার থেকে একটি বরযাত্রীর নোহা গাড়িযোগে জগন্নাথপুরে আসার পথে ডাবর পয়েন্ট এলাকায় সড়কে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নোহা গাড়িটি ধুমড়ে-মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৮ যাত্রী। তাদেরকে সিলেটে ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, কাজী মুক্তাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।