রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০১

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে। গতকাল সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশু সানিয়া আক্তার (৮) বাজিতপুর গ্রামের মোস্তফার মেয়ে ও আলিমা আক্তার (৫) একই গ্রামের সুরুজ আলীর মেয়ে।
জানা গেছে, সোমবার বিকেলে পাঁন্ডারখাল (মরা সুরমা) সংলগ্ন খালের পাড়ে খেলতে যায় ওই দুই শিশু। এসময় খালের ধারে দৌড়াদৌড়ি করার সময় প্রথমে একজন খালের পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে অন্যজনও খালের পানিতে পড়ে যায়। সন্ধ্যার দিকে দুই শিশুর হাত খালে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় দোহালিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।