ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এবং এ দফায় সাক্ষ্যগ্রহণ চলবে ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত। সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জনাব, ফরিদুল আলম।
অ্যাডভোকেট জনাব, ফরিদুল আলম জানান, গত ২৭ অক্টোবর (বুধবার) দুই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ধার্য করেন বিজ্ঞ জজ জনাব, মোহাম্মদ ইসমাইলের আদালত। আজ সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়। তাদের সম্মুখে বাকি সাক্ষীদের একে একে জবানবন্দি নেওয়া হবে। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করতে পারবেন। এই মামলায় এ পর্যন্ত ৫৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা বাকি সাক্ষীদের আদালতে উপস্থাপনের মাধ্যমে খুব দ্রুত এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে চাই।